ভিক্ষাবৃত্তি দূরীকরণে চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স

ভিক্ষাবৃত্তি দূরীকরণের জন্য ‘ ভিক্ষুকমুক্তকরণ, ভিক্ষুকদের কর্মসংস্থান ও পুনর্বাসন কর্মসূচি’ সংক্রান্ত কাজের জন্য চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক সায়মা ইউনুসের সভাপতিত্বে কনফারেন্সে বিষয়ভিত্তিক বক্তব্য দেন বিশেষ অতিথি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ হামীম হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, দামুড়হুদা উপজেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম মামুন উজ্জামান, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমান ও আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান, আলমডাঙ্গা পৌর চেয়ারম্যান হাসান কাদির গনু, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি আজাদ মালিথা, প্রথম আলোর প্রতিনিধি শাহ আলম সনি।
কনফারেন্সে জেলা পর্যায়ে ৩১ আগস্টের মধ্যে প্রকৃত ভিক্ষুকের তালিকা প্রণয়ন এবং ১৪ নভেম্বরের মধ্যে ভিক্ষুকমুক্তকরণ এবং ১ ডিসেম্বরের মধ্যে খুলনা বিভাগকে ভিক্ষুকমুক্তকরণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এজন্য ভিক্ষুকের তালিকা প্রণয়ন, তাদের চাহিদা অনুযায়ী বাছাই এবং ভিক্ষুকের হাতকে দক্ষকর্মীর হাতে পরিণত করতে প্রয়োজনীয় সবকিছু করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকে যদি কেউ ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িত থাকে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক করে কারাগার ও সংশোধনাগারে পাঠানোর সিদ্ধান্তও নেওয়া হয়।
সভায় জেলা প্রশাসক জানান, একটি বাড়ি একটি খামার প্রকল্পে নিয়োজিত কর্মীদের দেওয়া তালিকা অনুযায়ী জেলায় ভিক্ষুকের সংখ্যা এক হাজার ২২১ জন।