কুড়িগ্রামে বন্যা দুর্গতদের পাশে সেভ দ্য চিলড্রেন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/08/17/photo-1471444063.jpg)
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের তিনটি গ্রামের বন্যা দুর্গত ৩০০ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন।
গতকাল মঙ্গলবার প্রতিটি পরিবারকে চার হাজার টাকা ও একটি হাইজিন প্যাকেজ (সাবান, বালতি, ফিটকারি, স্যালাইন প্রভৃতি) দেওয়া হয়। সেভ দ্য চিলড্রেনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বেগমগঞ্জ ইউনিয়নের চর বালাডোবা গ্রামে ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিবারগুলোর মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন উলিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হায়দার আলী মিয়া। এ সময় তিনি বলেন, এ এলাকার মানুষ প্রতিনিয়ত বন্যা, খরা, নদী ভাঙনসহ বিভিন্ন প্রাকৃতিক আপদ ও দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করে জীবনযাপন করে। শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন দিকে এ এলাকার মানুষ পিছিয়ে আছে। পিছিয়ে থাকা এসব মানুষকে আর্থিক সহযোগিতা করার জন্য তিনি সেভ দ্য চিলড্রেন ও স্থানীয় বাস্তবায়নকারী সংস্থা এমজেএসকেএসকে ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি এলাকার মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কর্মমুখী প্রকল্প গ্রহণের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বেলাল হোসেন, এমজেএসকেএসের উপপরিচালক অমল কুমার মজুমদার, সেভ দ্য চিলড্রেনের প্রকল্প কর্মকর্তা মো. ফরহাদ হোসেন ও মাহফুজ কবীর।
এর আগে গত ১৪ আগস্ট উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের ১৮০টি পরিবারের মধ্যে একই ধরনের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।