জয়ের ব্যাপারে আশাবাদী তাবিথ আউয়াল
নির্বাচন সুষ্ঠু হলে গণরায় মেনে নেবেন বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। আজ মঙ্গলবার সকালে গুলশানে মানারাত ইন্টারন্যাশনাল কলেজ কেন্দ্রে ভোট দেওয়া শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।urgentPhoto
তাবিথ আউয়াল অভিযোগ করেন, ‘গতকাল সোমবার রাতে বিভিন্ন স্থানে আমাদের নির্বাচনী ক্যাম্প ভেঙে ফেলা হয়েছে। কিন্তু তাতে আমাদের মন ভাঙেনি। জয়ের বিষয়ে আমরা আশাবাদী।’
মানারাত ইন্টারন্যাশনাল কলেজ কেন্দ্রে আজ সকাল ৮টা ৭ মিনিটে ভোট দেন তাবিথ আউয়াল। এ সময় তাঁর সঙ্গে পরিবারের সদস্য ছাড়াও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনে আজ সকাল ৮টা থেকে ভোট শুরু হয়ে চলবে বিকেলে ৪টা পর্যন্ত। ১৩ বছর তিন দিন পর ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সর্বশেষ অবিভক্ত ঢাকা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয় ২০০২ সালের ২৫ এপ্রিল।