কুড়িগ্রামে ইএসডিওর ত্রাণ পেল ৫০০ বন্যার্ত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/09/01/photo-1472747393.jpg)
কুড়িগ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিওর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারকে আজ বৃহস্পতিবার ত্রাণ দেওয়া হয়েছে। ছবি : এনটিভি
কুড়িগ্রামে বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিওর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারকে ত্রাণ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার মোগলবাসা ইউনিয়ন পরিষদ চত্বরে এসব ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মোত্তালেব মোল্লা, মোগলবাসা ইউনিয়নের চেয়ারম্যান নূরুজ্জামান বাবলু, ইএসডিও প্রতিনিধি এনামুল হক, তোফাজ্জল হোসেন, জুলফিকার ইসলাম প্রমুখ।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল পরিবারপ্রতি পাঁচ কেজি চাল, তিন কেজি চিড়া, গুড়, স্যালাইন ও সাবান।