দুদকের মামলায় সাজার হার ৪৯ শতাংশ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাজার হার প্রায় ৪৯ শতাংশ। আর এই হার শতভাগে নিয়ে যেতে সবার সম্মিলিত প্রয়াস প্রয়োজন বলে মনে করছেন দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
আজ বুধবার দুর্নীতিরোধে সচেতনতা বাড়াতে বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন এবং দুদকের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান শেষে দুদক চেয়ারম্যান এ মন্তব্য করেন।
ইকবাল মাহমুদ জানান, মার্চ থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ছয় মাসে দুদকের কাছে ছয় হাজার ৭২৯টি দুর্নীতির অভিযোগ এসেছে। এর মধ্যে ৪৮২টি অভিযোগ দুদক অনুসন্ধান করছে বলে জানান তিনি। এ ছাড়া ৩৮৯টি অভিযোগ অনুসন্ধানে বিভিন্ন মন্ত্রণালয়কে সুপারিশ করার কথা বলেন দুদক চেয়ারম্যান।
ইকবাল মাহমুদ বলেন, বর্তমানে দুদকের মামলায় সাজার হার প্রায় ৪৯ দশমিক ৬ শতাংশ। সাজার হার আরো বাড়ানো উচিত উল্লেখ করে তিনি বলেন, সমাজের সর্বস্তরে দুর্নীতি নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আর এ জন্য আগামীতে বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে দুদককে সম্পৃক্ত করার কথা জানান তিনি।