ঝালকাঠিতে নিখোঁজের তিনদিন পর কৃষকের লাশ উদ্ধার

নিখোঁজের তিনদিন পর ঝালকাঠির রাজাপুর উপজেলার কানুনিয়া গ্রাম থেকে ইব্রাহিম খান (৫০) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে বাড়ির পাশের একটি জঙ্গল থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
ইব্রাহিম কানুনিয়া গ্রামের মৃত মকবুল খানের ছেলে। তিনি কৃষিকাজ ও মাছ ধরে সংসার চালাতেন।
আজ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য ইব্রাহিম খানের লাশ ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের ছেলে ইলিয়াছ খান বাদী হয়ে আজ দুপুরে ১০ জনের নাম উল্লেখসহ ২২ জনের নামে রাজাপুর থানায় একটি হত্যা মামলা করেছেন।
নিহতের ছেলে ইলিয়াছ খান অভিযোগ করেন, গত সোমবার থেকে তাঁর বাবা নিখোঁজ থাকেন। এ ঘটনায় বুধবার সকালে রাজাপুর থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছিল। তিনি জানান, জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে স্থানীয় প্রতিপক্ষরা তাঁর বাবার শরীরের বিভিন্ন স্থানে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। পরে তাঁর মৃতদেহ জঙ্গলে লুকিয়ে রাখে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর-উল গিয়াস জানান, ইব্রাহিমের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কোপের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।