গৃহবধূ হত্যার দায়ে চাঁপাইনবাবগঞ্জে স্বামীর যাবজ্জীবন

যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূকে হত্যার দায়ে স্বামী জাহাঙ্গীর আলমকে (২৩) যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো দুই বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১-এর বিচারক জেলা ও দায়রা জজ এনামুল বারী এই দণ্ডাদেশ দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের পৌর এলাকার নয়াগোলা গ্রামের আলম মিয়ার ছেলে জাহাঙ্গীর আলমের সঙ্গে ২০১১ সালের জুন মাসে সদর উপজেলার ঘুঘুডিমা গ্রামের ওমর আলীর মেয়ে লিমা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর যৌতুক বাবদ দেড় লাখ টাকা না পেয়ে ২০১২ সালের ৩০ আগস্ট লিমাকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় লিমার মা জ্যোৎস্না বেগম বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার দীর্ঘ শুনানি শেষে আসামির উপস্থিতিতে বিচারক এই দণ্ডাদেশ দেন।