চবিতে দুদিনের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান শুরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সুবর্ণজয়ন্তী উপলক্ষে দুদিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ শুক্রবার বিকেল ৩টায় নগরীর বাদশা মিয়া সড়কে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি নগরীর চট্টেশ্বরী, কাজীর দেউড়ী, এম এ আজিজ স্টেডিয়ামের মোড়সহ শুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিআরবি শিরীষতলায় গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকরা বিভিন্ন ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন। এ সময় শোভাযাত্রাটি চবি শিক্ষক-শিক্ষার্থীদের জন্য একটি মিলনমেলায় পরিণত হয়। সুবর্ণজয়ন্তীকে ঘিরে ক্যাম্পাসকে সাঁজানো হয়েছে বাহারি রঙের আলোকসজ্জায়।
শোভাযাত্রায় উপস্থিত হয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেন, ‘আমরা বুড়োরা আজ তরুণদের সঙ্গে এক হয়েছি। এই ৫০তম বছরে তরুণদের সঙ্গে মজা করছি।’
এ সময় সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ বলেন, ‘আমি এই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ব্যাচের ছাত্র ছিলাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্র সংসদ নির্বাচনে ১৯৬৯ সালে আমি ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পাই। এরপর ১৯৭২ সালে বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যাই। আজকে খুব ভালো লাগছে। ৫০ বছর পূর্তি অনুষ্ঠান জীবনের একটা বড় প্রাপ্তি। আশা করছি তরুণ প্রজন্ম আমাদের চেয়েও আরো উচ্চ শিখরে উঠবে।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ‘চট্টগ্রামে এমন বড় র্যালি আমি কখনো দেখিনি। ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা এসেছেন। শিক্ষকরাসহ অনেক অতিথি আসায় অনুষ্ঠানটি আনন্দপূর্ণ হয়ে উঠেছে।’
আগামীকাল শনিবার সুবর্ণজয়ন্তীর দ্বিতীয় দিনের অনুষ্ঠান ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
এই অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
সুবর্ণজয়ন্তীর বক্তা হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষাবিদ অধ্যাপক ড. আনিসুজ্জামান। অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, পাবর্ত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিন ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।