ছাত্রলীগ নেতার মৃত্যু : চবির সহকারী প্রক্টরকে অব্যাহতি

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা দিয়াজ ইরফানের রহস্যজনক মৃত্যুর পর থেকেই এর সঙ্গে আনোয়ার হোসেনের জড়িত থাকার অভিযোগ ওঠে।
ছাত্রলীগের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন আজ সোমবার সকালে আনোয়ার হোসেনকে অব্যাহতি দেওয়া হলো। শিক্ষার্থীদের পাঁচ দফা দাবির মধ্যে প্রথমটিই হলো তাঁকে অব্যাহতি ও চাকুরিচ্যুত করা।
অপর দাবিগুলো ছিল- আদালতের নির্দেশনা দ্রুত বাস্তবায়ন, দিয়াজ ইরফানের হত্যার সঠিক ময়নাতদন্ত রিপোর্ট প্রকাশ, এ হত্যা ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কামরুল হুদা বলেন, প্রশাসনের সিদ্ধান্ত অনুসারে সহকারী প্রক্টর আনোয়ার হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গতকাল রোববার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি। আজ অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয়ের কোনো যানবাহন ছাড়েনি। চলছে না বিশ্ববিদ্যালয়গামী কোনো শাটল ট্রেন। এর আগে গতকাল রোববার ধর্মঘটের প্রথম দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস ও পরীক্ষা হয়নি।