দেশের স্বনামধন্য টেলিভিশন চ্যানেল এনটিভি : স্পিকার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2023/07/02/speaker-shirin-sharmin.jpg)
এনটিভির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী (৩ জুলাই, সোমবার) উপলক্ষে এক বাণীতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দেশের স্বনামধন্য টেলিভিশন চ্যানেল এনটিভির ২০ বছর পূর্তি উদযাপিত হতে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভলগ্নে আমি চ্যানেলটির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই।
ড. শিরীন শারমিন চৌধুরী আরও বলেন, গণমাধ্যমের উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসনের জন্য শক্তিশালী ও সহায়ক অনুষঙ্গ। সংসদীয় গণতন্ত্রের চর্চায় গণমাধ্যমের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বাঙালি সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে গণমাধ্যমগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
স্পিকার আরও বলেন, আশা করি তরুণরা, বিশেষ করে নারীরা আরও বেশি সাংবাদিকতা পেশায় আসবেন। তারা তাদের মেধা ও যোগ্যতার সদ্ব্যবহারের মাধ্যমে উন্নত বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবেন। গণমাধ্যমগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২০৪১ সাল নাগাদ সাশ্রয়ী, টেকসই, বুদ্ধিদীপ্ত, উদ্ভাবনী, উচ্চআয়ের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখবে, এই প্রত্যাশা করি। প্রতিষ্ঠার পর থেকে এনটিভি মহান জাতীয় সংসদের বিভিন্ন সংবাদ গুরুত্বের সাথে প্রকাশ করে আসছে। মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে বিভিন্ন জনকল্যাণমুখী অনুষ্ঠান প্রচার এবং নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এনটিভি আগামীতেও সুনামের সাথে সকলের আস্থা ধরে রাখতে সক্ষম হবে বলে আমি আশাবাদী।
স্পিকার বলেন, এনটিভি বরাবরের মতো দেশ ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে দায়িত্বশীলতার সঙ্গে এদেশের সাহিত্য-সংস্কৃতি ও আর্থ-সামাজিক উন্নয়নে তাদের সম্প্রচার কার্যক্রমকে কাজে লাগাবেন বলে আমার প্রত্যাশা।
এনটিভির সমৃদ্ধ পথচলার ২০ বছর পূর্ণ করে ২১ বছরে পদার্পণের এই শুভলগ্নে আমার শুভকামনা রইল। দেশ ও জাতির কল্যাণে গৃহীত তাদের সকল কার্যক্রম সাফল্যমণ্ডিত হোক।