যশোর-খুলনা মহাসড়কে ট্রাকচাপায় নিহত ২
যশোর-খুলনা মহাসড়কের প্রেমবাগের অদূরে শাহিদা পেট্রল পাম্পের সামনে যশোরগমিী ট্রাকের চাপায় ইজিবাইকে থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর ছয় যাত্রী। আজ রোববার (১৩ আগস্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
বসুন্দিয়া মোড়ের শ্রমিকনেতা আসাদুল হক বিপ্লব জানান, বেলা ৩টায় বসুন্দিয়া থেকে আট যাত্রী নিয়ে একটি ইজিবাইক নওয়াপাড়া বাজারে যাচ্ছিল। শাহিদা পেট্রল পাম্পের কাছে পৌঁছালে যশোরগামী একটি ট্রাক ইজিবাইককে চাপা দেয়।
এ সময় ঘটনাস্থলেই ইজিবাইকে থাকা যাত্রী যশোরের ঘুনি এলাকার সৈয়দ ছবেদ আলীর ছেলে সৈয়দ মোল্যা (৬০) এবং অভয়নগর উপজেলার রামসরা গ্রামের এক বৃদ্ধ নিহত হন। আহত হন ইজিবাইকে থাকা অপর ছয় যাত্রী।
এলাকাবসী আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় এখনও জানা যায়নি।
নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদ উদ্দীন আহম্মেদ জানান, যশোরগামী ঢাকা মেট্রো ট-২২৫৮১৯ নম্বর ট্রাকটি আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।