নাটোরে মিলল পরিবহণ ব্যবসায়ীর মরদেহ
নাটোরের সিংড়ায় রাস্তার পাশে মিলেছে পঞ্চগড় জেলার পরিবহণ ব্যবসায়ীর মরদেহ। নাটোরের সিংড়া উপজেলার জামতলি এলাকার সড়কের পাশ থেকে রক্তাক্ত মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে পিবিআইয়ের সহায়তায় পরিচয় নিশ্চিত হয়ে পরিবারকে খবর দিয়েছে তারা
জানা গেছে, নিহতের নাম নুর ইসলাম। তার বাড়ি পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাবুয়ানি জোত গ্রামে।
সিংড়া থানার পরিদর্শক তদন্ত রফিকুল ইসলাম জানিয়েছেন, নুর ইসলামের বাবার নাম হাসেম আলী। একটি ট্রাক কেনার পর চালকের সহকারি হিসেবে ট্রাকেই ঘুরতেন তিনি।
পুলিশের ধারণা, ট্রাক চালক তার মালিককে হত্যা করে যানটি নিয়ে পালিয়েছে। ওই ট্রাক চালককে আটকের জন্য নাটোর জেলা পুলিশ গোয়েন্দা তৎপরতা চালিয়ে যাচ্ছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।