সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিএনপি প্যানেলের নেতৃত্বে খোকন-কাজল
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/02/17/untitled-1_2.jpg)
২০২৪-২৫ সেশনে সভাপতি পদে ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকন ও সম্পাদক পদে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে মনোনীত করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থীদের প্যানেল ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিএনপির পল্টন কার্যালয়ে ঘোষণা করা হয়।
এ ছাড়া সহসভাপতি পদে হুমায়ুন কবির মঞ্জু ও সরকার তাহমিনা বেগম সন্ধ্যা, কোষাধ্যক্ষ-রেজাউল করিম, সহসম্পাদক মাহফুজুর রহমান মিলন ও আব্দুল করিমের নাম ঘোষণা করা হয়েছে।
সদস্য পদে ফাতিমা আক্তার, সৈয়দ ফজলে এলাহি অভি, মো. শফিকুল ইসলাম, মো. রাসেল আহমেদ, আশিকুজ্জামান নজরুল, মহিউদ্দিন হানিফ ও মো. ইব্রাহিম খলিলের নাম ঘোষণা করা হয়।
এ বছর মোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনি তফসিল অনুযায়ী, ১২ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ২২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টায় মনোনয়নপত্র বাছাই এবং ২৫ ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে।
কাযর্করী কমিটির সভাপতি পদে একটি, সহসভাপতি পদে দুটি, সম্পাদক পদে একটি, কোষাধ্যক্ষ পদে একটি, সহসম্পাদক পদে দুটি এবং কার্যকরী কমিটির সদস্য পদে সাতটি পদসহ মোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
গত দুই নির্বাচনে সভাপতি হিসেবে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও সম্পাদক হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নেতৃত্বে ছিলেন।
অপরদিকে গত ১৩ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত প্যানেল থেকে সভাপতি পদে অ্যাডভোকেট আবু সাঈদ সাগর ও সম্পাদক পদে অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হককে প্রার্থী করা হয়েছে। এ ছাড়া সহসভাপতি পদে অ্যাডভোকেট রমজান আলী শিকদার ও ড. দেওয়ান মোহাম্মদ আবু ওবায়েদ হোসেন সেতু, ট্রেজারার পদে অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল হুদা আনসারী, সহসম্পাদক পদে অ্যাডভোকেট হুমায়ুন কবির ও ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব।
এই প্যানেল থেকে সাতটি সদস্য পদে ব্যারিস্টার সৌমিত্র সরদার রনী, অ্যাডভোকেট মো. খালেকুজ্জামান ভূঁইয়া, অ্যাডভোকেট রাশেদুল হক খোকন, অ্যাডভোকেট মাহমুদা আফরোজ, অ্যাডভোকেট বেলাল হোসেন শাহীন, অ্যাডভোকেট খালেদ মোশাররফ রিপন ও অ্যাডভোকেট রায়হান রনিকে প্রার্থী করা হয়েছে।