বিজয় এক্সপ্রেসের বগি উদ্ধার কাজ শুরু, তদন্ত কমিটি গঠন
বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুতির সাত ঘণ্টা পর উদ্ধার কাজ শুরু হয়েছে। আজ রোববার (১৭ মার্চ) রাত ৯টা ৫ মিনিটে উদ্ধার কাজ শুরু হয়। উদ্ধার অভিযান শেষ হতে সাত থেকে আট ঘণ্টা লাগতে পারে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা।
এদিকে বিজয় এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুতির কারণে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। দুর্ঘটনার ফলে ঢাকা-চট্টগ্রাম রুটে ১২টি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে।
চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক সাইফুল ইসলাত জানান, বিজয় এক্সপ্রেসের ৯ বগি লাইনচ্যুত হওয়ার পর পরই আমরা চট্টগ্রাম থেকে উদ্ধারকারী ইঞ্জিন নিয়ে এসেছি। রাত ৯টা ৫ মিনিটে উদ্ধার অভিযান শুরু হয়েছে। আমাদের কাজ চলমান রয়েছে। আগামীকাল সোমবার ভোর ৫টায় বগিগুলো উদ্ধারের কাজ সম্পন্ন হতে পারে। তবে এ বগিগুলো উদ্ধারের পর এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে আনুমানিক সকাল হবে।
সরেজমিন গিয়ে দেখা যায় জেলার নাঙ্গলকোটের হাসানপুরে ট্রেনের বগিগুলো অন্ধকারের মধ্যে লাইট জ্বালিয়ে উদ্ধার কাজ করছেন শতাধিক রেল শ্রমিক। তাঁরা আশা করছেন, দ্রুত সময়ের মধ্যে উদ্ধার কাজ শেষ করতে পারবেন।
এদিকে দুর্ঘটনার কারণ জানতে রেলওয়ের পূর্বাঞ্চলীয় বিভাগীয় পরিবহণ কর্মকর্তা আনিছুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্যদের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত দিনের মধ্য তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।