ভারতে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৪৬, উদ্ধারে যোগ দিয়েছে সেনাবাহিনী

ভারতের জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারের চাশোটি গ্রামে আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে ভয়াবহ ক্লাউডবার্স্টের ফলে আকস্মিক বন্যায় অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০০ জন। নিহতদের মধ্যে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) দুই সদস্যও রয়েছেন। সেনাবাহিনী উদ্ধার অভিযানে যোগ দিয়েছে। খবর এনডিটিভির।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এখন পর্যন্ত অন্তত ৪৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬৭ জনকে বের করে এনেছেন, যার মধ্যে ৩৮ জনের অবস্থা আশঙ্কাজনক।
আকস্মিক বন্যার পর বার্ষিক তীর্থযাত্রা যাত্রা স্থগিত করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
কিশতওয়ারের জেলা প্রশাসক পঙ্কজ শর্মা বলেন, “চাশোটি এলাকায় আকস্মিক বন্যা হয়েছে, যা মচাইল যাত্রার শুরু স্থান। উদ্ধার অভিযান শুরু হয়েছে।”
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করে বলেছেন, প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে। তিনি এক্সে পোস্ট করে লিখেছেন, “কিশতওয়ারে ক্লাউডবার্স্ট ও বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি আমার প্রার্থনা রইল। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চলছে। প্রয়োজনীয় সব সহায়তা দেওয়া হবে।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্সে লিখেছেন, তিনি লেফটেন্যান্ট গভর্নর ও মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি জানান, “আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং প্রতিটি মুহূর্তে জম্মু ও কাশ্মীরের মানুষের পাশে আছি।”
সেনাবাহিনীর হোয়াইট নাইট কর্পস জানিয়েছে, তারা উদ্ধার ও ত্রাণ অভিযানে যোগ দিয়েছে। এক্স পোস্টে তারা লিখেছে, “চিশোটি গ্রামে ক্লাউডবার্স্টের পর হোয়াইট নাইট কর্পস দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করেছে। জীবনের সুরক্ষা ও বেঁচে থাকা ব্যক্তিদের সহায়তার দিকে জোর দেওয়া হচ্ছে। নিখোঁজদের খোঁজ চলছে।”
মূখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর দপ্তর জানিয়েছে, তিনি জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং সব ধরনের ত্রাণ ব্যবস্থা নেওয়া হচ্ছে। শোক জানিয়ে তিনি স্বাধীনতা দিবস উপলক্ষে নির্ধারিত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং “অ্যাট হোম” চা আড্ডা বাতিল করেছেন। তবে আনুষ্ঠানিক অনুষ্ঠান, যেমন ভাষণ ও কুচকাওয়াজ, পূর্বনির্ধারিত মতো অনুষ্ঠিত হবে।

লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা পুলিশ, সেনা, এনডিআরএফ ও এসডিআরএফ-কে উদ্ধার কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন। তিনি এক বিবৃতিতে বলেন, “চাশোটি কিশতওয়ারের ক্লাউডবার্স্টে গভীর শোকাহত। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।”