নাতিকে শিক্ষাপ্রতিষ্ঠানে দিতে গিয়ে ট্রেনে কাটা পড়ল নানি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/04/28/shriingr_thaanaa.jpg)
মুন্সীগঞ্জে নাতিকে শিক্ষাপ্রতিষ্ঠানে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ রোববার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে জেলার শ্রীনগরে উপজেলার কামারখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়বীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত রোকেয়া বেগম (৬০) কামারখোলা এলাকার মৃত ইয়াকুব শিকদারের স্ত্রী।
পুলিশ জানায়, নিহত রোকেয়া সকালে তার নাতিকে স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন। নাতিকে পৌঁছে দিয়ে ফেরার পথে অসতর্ক অবস্থায় রেল লাইন পার হওয়ার সময় খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।
এ বিষয়ে শ্রীনগর থানা ও রেল পুলিশ আইনি পদক্ষেপ নিচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।