‘টপ গান’ ও ‘ব্যাটম্যান’ অভিনেতা ভ্যাল কিলমার আর নেই

হলিউডের জনপ্রিয় অভিনেতা ভ্যাল কিলমার মারা গেছেন। ‘টপ গান’ এবং ‘ব্যাটম্যান ফরএভার’-এর মতো বিখ্যাত চলচ্চিত্রে অভিনয়ের জন্য পরিচিত এই তারকা ৬৫ বছর বয়সে লস অ্যাঞ্জেলেসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবর বিবিসির।
মার্কিন গণমাধ্যমকে তার মেয়ে মার্সেডিস জানিয়েছেন, মঙ্গলবার (১ এপ্রিল) নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। ২০১৪ সালে তার কণ্ঠনালিতে ক্যানসার ধরা পড়েছিল কিলমারের, তবে তিনি পরে সুস্থ হয়ে উঠেছিলেন।
ভ্যাল কিলমার ১৯৯১ সালে ‘দ্য ডোর্স’ চলচ্চিত্রে কিংবদন্তি ব্যান্ডের ফ্রন্টম্যান জিম মরিসনের চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়া তিনি জনপ্রিয় ওয়েস্টার্ন সিনেমা ‘টুম্বস্টোন’ এবং ক্রাইম ড্রামা ‘হিট’-এও অভিনয় করেন।
ভ্যাল এডওয়ার্ড কিলমার ১৯৫৯ সালের ৩১ ডিসেম্বর লস অ্যাঞ্জেলেসে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তার। ১৭ বছর বয়সে বিশ্বের অন্যতম সেরা নাট্য প্রশিক্ষণ কেন্দ্র নিউইয়র্কের বিখ্যাত জুলিয়ার্ড স্কুলে ভর্তি হন।
১৯৮৪ সালে কমেডি ছবি ‘টপ সিক্রেট!’ এবং ১৯৮৫ সালের ‘রিয়েল জিনিয়াস’ দিয়ে তিনি চলচ্চিত্র জগতে পা রাখেন। তবে ১৯৮৬ সালে ‘টপ গান’ সিনেমায় টম ক্রুজের বিপরীতে ‘আইসম্যান’ চরিত্রে অভিনয় করেই তিনি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান।
এরপর তিনি ফ্যান্টাসি মুভি ‘উইলো’, ক্রাইম থ্রিলার ‘কিল মি অ্যাগেইন’-এ অভিনয় করেন, যেখানে তার সহ-অভিনেত্রী ছিলেন ব্রিটিশ অভিনেত্রী জোয়ান হোয়ালি। ১৯৮৮ সালে তাদের বিয়ে হয় এবং তাদের দুই সন্তান রয়েছে।
১৯৯৫ সালে ‘ব্যাটম্যান ফরএভার’ সিনেমায় মাইকেল কিটনের জায়গায় ব্যাটম্যানের চরিত্রে অভিনয় করেন কিলমার। যদিও সিনেমাটি বক্স অফিসে সফল হয়, তবে পরবর্তী ব্যাটম্যান সিনেমা থেকে তিনি নিজেকে সরিয়ে নেন।
তিনি ‘দ্য সেইন্ট’ (১৯৯৭), ‘দ্য আইল্যান্ড অব ডক্টর মোরো’ (১৯৯৬) এবং অ্যানিমেটেড সিনেমা ‘দ্য প্রিন্স অব ইজিপ্ট’-এ মুসা ও ঈশ্বরের কণ্ঠ দিয়েছেন। তবে ‘দ্য আইল্যান্ড অব ডক্টর মোরো’ চলচ্চিত্রটি বক্স অফিসে ব্যর্থ হয় এবং পরিচালক জন ফ্রাঙ্কেনহেইমার বলেছিলেন, তিনি আর কখনও কিলমারের সঙ্গে কাজ করবেন না।
২০১৪ সালে গলার ক্যানসারে আক্রান্ত হওয়ার পর কিলমারের কণ্ঠনালীতে সার্জারি করা হয়, যার ফলে তার কণ্ঠস্বর পরিবর্তিত হয় এবং অভিনয় ক্যারিয়ার সীমিত হয়ে পড়ে।

তবে ২০২২ সালে ‘টপ গান: ম্যাভেরিক’ সিনেমায় ‘আইসম্যান’ চরিত্রে ফিরে আসেন তিনি, যা ভক্তদের জন্য আবেগঘন মুহূর্ত হয়ে ওঠে।
পরিচালক মাইকেল ম্যান তাকে স্মরণ করে বলেন, “ভ্যালের সঙ্গে ‘হিট’ সিনেমায় কাজ করার সময় আমি তার অসাধারণ প্রতিভা ও বহুমুখী অভিনয়ের দক্ষতায় মুগ্ধ হয়েছিলাম। এত বছর ধরে অসুস্থতার বিরুদ্ধে লড়াইয়ের পর তার মৃত্যু সত্যিই বেদনাদায়ক।”
হলিউড অভিনেতা জোশ গ্যাড এক টুইটে লেখেন, “শান্তিতে বিশ্রাম নাও, ভ্যাল কিলমার। আমার শৈশবের অনেক সিনেমার অংশ ছিলে তুমি। তুমি সত্যিকারের একজন আইকন।”
তার বন্ধু ও অভিনেতা জোশ ব্রোলিন ইনস্টাগ্রামে লিখেছেন, “তুমি ছিলে বুদ্ধিমান, সাহসী ও চ্যালেঞ্জিং একজন অভিনেতা। এমন প্রতিভাবান মানুষ এখন খুবই কম।”
২০২১ সালে কিলমার তার জীবনের উত্থান-পতন নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি করেন, যার নাম ছিল ‘ভ্যাল’। এতে তার ৪০ বছরের ব্যক্তিগত ভিডিও সংকলিত ছিল, যেখানে ক্যানসার সার্জারির পর কণ্ঠস্বর পরিবর্তনের বিষয়টিও উঠে আসে।

টম ক্রুজ তার সম্পর্কে বলেন, “ভ্যাল অসাধারণ শক্তিশালী একজন অভিনেতা। এত বছর পরেও সে আইসম্যান চরিত্রটিকে বাস্তব করে তুলেছিল।”
অভিনয়ের পাশাপাশি ভ্যাল কিলমার একজন চিত্রশিল্পীও ছিলেন এবং প্রায়ই তার সিনেমার চরিত্র থেকে অনুপ্রাণিত হয়ে ছবি আঁকতেন।
তার মৃত্যুতে হলিউডে শোকের ছায়া নেমে এসেছে।