ফরিদপুরে থানায় দ্রুত সেবা দেওয়া শুরু হবে : পুলিশ সুপার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/08/09/faridpur-police-super.jpg)
সব আবেগ ও কষ্টকে ভুলে দ্রুত মানুষের সেবা দেওয়া শুরু করা হবে বলে জানিয়েছেন ফরিদপুরের পুলিশ সুপার মো. মোশেদ আলম। সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুড়িয়ে দেওয়া ফরিদপুর কোতোয়ালি থানা ভবন পরিদর্শনকালে সাংবাদিকদের পুলিশ সুপার এ কথা জানান। আজ শুক্রবার (৯ আগস্ট) দুপুরে তিনি কোতোয়ালি থানা ভবন পরিদর্শনে আসেন।
পুলিশ সুপার মো. মোশেদ আলম জানান, আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব মানুষের সেবা দেওয়ার কাজ শুরু করতে। আমাদের সকল সদস্য তাদের আবেগ ও কষ্টকে ভুলে দেশ সেবার কাজে সক্রিয় হওয়ার জন্য মনোবল বৃদ্ধি করছে।
পুলিশ সুপার আরও বলেন, জেলার নয়টি থানার মধ্যে তিনটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে সেবার কাজ শুরু করতে আরও কিছু সময় প্রয়োজন হবে। এছাড়া অন্য ছয়টি থানার কার্যক্রম স্বল্প পরিসরে শুরু করেছি। আমরা সকলের সহযোগিতায় শারীরিক ও মানসিকভাবে স্ব স্ব কাজে ফেরার চেষ্টা করছি।
উল্লেখ্য, ফরিদপুর কোতোয়ালি, সদরপুর ও মধুখালী থানা ভবন ও সরকারি মালামাল পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের দেওয়া আগুনে ভস্মীভূত হয় ভবনের মালামাল ও নথিপত্র।
কোতোয়ালি থানা ভবন পরিদর্শনের সময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোদাররেছ আলী ইছা, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিজ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।