স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে শেরপুরে বিএনপির বিক্ষোভ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/08/13/sherpur_bikssobh.jpg)
স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে শেরপুরে বিক্ষোভ মিছিল। ছবি : এনটিভি
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শেরপুর জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা। গতকাল সোমবার (১২ আগস্ট) রাত ৯টার দিকে শেরপুর জেলা শহরে বিক্ষোভ মিছল করেন তারা।
মিছিলটি জেলা শহরের রঘুনাথ বাজারে বিএনপির কার্যালয় হতে বের হয়ে শহর প্রদক্ষিণ করে। প্রদক্ষিণ শেষে পুনরায় তারা বিএনপি কার্যালয়ে জমায়েত হয়। মিছিলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
গতকাল সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টার এক বক্তব্যকে কেন্দ্র করে বিক্ষুব্ধ হয়ে ওঠেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।