কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
কুষ্টিয়ার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (২০ জানুয়ারি) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতীম শীলের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল অভিযান চালায় হাসপাতালে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, অভিযান চালালনোর সময় অনুমতি না থাকায় রোগীদের প্রেসক্রিপশন ও পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দেওয়ার অভিযোগে দুই মেডিকেল অ্যাসিস্ট্যান্টকে ২০ টাকা করে জরিমানা, অনাদায়ে সাত দিনের কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের বিভ্রান্ত করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে কারাদণ্ডাদেশ দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাড়াও সহকারী কর্মকর্তা (ভূমি), উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অংশ নেন।