৯ দফা দাবি নিয়ে ছাত্র আন্দোলনের অবস্থান কর্মসূচি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/01/23/joypurhat-news.jpg)
জয়পুরহাট সদর ও পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) শাস্তির আওতায় আনাসহ নয় দফা দাবিতে সমাবেশ, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে প্রায় দুপুর দেড়টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জয়পুরহাট জেলা শহরের জিরো পয়েন্টের শহীদ বিশাল চত্বরে অবস্থান নিয়ে তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেয়। এরপর বিক্ষোভ মিছিলসহ শহরের প্রধান সড়ক ঘুরে পুলিশ সুপার কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়। এ সময় তারা নয় দফা দাবি ঘোষণা করে।
এরপর তারা সেখান থেকে জেলা আইনজীবী সমিতি ভবন চত্বরে গিয়ে অবস্থান নিয়ে স্লোগান দেয়।
কর্মসূচি চলাকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা প্রতিনিধি কে এম সাজিন, নিয়ামুর রহমান নিবিড়, এহসানুল নাহিদ, সুলতানুল আরেফিন রিমু প্রমুখ বক্তব্য দেন।
নয় দফা দাবি তুলে ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা বলেন, আওয়ামী সন্ত্রাসীরা বাইরে ঘোরাফেরা করলেও পুলিশ নীরব রয়েছে। আওয়ামী দোসরদের সঙ্গে এখনও পুলিশের সখ্য রয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হলেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। বৈষমবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ডিবির ওসি ও ডিআইও ১-এর দায়িত্ব পালন করা দুই পুলিশ কর্মকর্তাকে শাস্তির আওতায় না এনে তাঁদের পদোন্নতি দিয়ে সদর ও পাঁচবিবি থানার ওসি করা হয়েছে। অতি দ্রুত তাঁদের শাস্তির আওতায় আনাসহ আওয়ামী লীগের জামিন পাওয়া আসামিদের দ্রুত বিচারের ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন তাঁরা।