প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে শিক্ষার্থীরা ভোগান্তিতে

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কাশপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেরাজুন নেসা গত ২৮ জুন থেকে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। এতে ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা। বিদ্যালয়ের হাজিরা খাতায় টানা ৫৮ দিনের অনুপস্থিতির প্রমাণ মিলেছে।
কাশপুরের স্থায়ী বাসিন্দা চন্দন মাহতো বলেন, সরকার পতনের পর থেকে তাকে আমরা দেখিনি।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক রমযান আলী বলেন, আমাকে অসুস্থতার কথা বলে স্কুল থেকে চলে গেছেন। ওনি কারো কাছে ছুটি নিয়েছেন কি না তা আমার জানা নেই। আমাদের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। ফোনেও পাওয়া যায় না। তিনি যখন প্রয়োজন মনে করেন তখনই যোগাযোগ করেন।
অন্য সহকারী শিক্ষক আব্দুল মজিদ বলেন, হেডমাস্টার অসুস্থতার কারণে বিদ্যালয়ে নেই, এই তথ্যটুকুই জানি।
একজন মুক্তিযোদ্ধা (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, উনি নামমাত্র হেডমাস্টার। প্রধান শিক্ষক নিয়মিত না আসলে শিক্ষার মান কীভাবে ভালো হবে?
স্থানীয় সূত্রে জানা গেছে, অনুপস্থিত প্রধান শিক্ষক কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের উপজেলার সিনিয়র সহ-সভাপতি ও পাঁচবিবি পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান হাবিবের স্ত্রী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেরাজুন নেসার সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
পাঁচবিবি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খান বলেন, একজন শিক্ষক ছুটি ব্যতীত একদিনও বিদ্যালয়ের বাইরে থাকতে পারেন না। তার অনুপস্থিতির বিষয়ে আমাকে কিছু জানানো হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমানা রিয়াজ মৌখিকভাবে জানান, কাশপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেরাজুন নেসার অনুপস্থিতির বিষয়ে আমি অবগত নই। তিনি কেন বিদ্যালয়ে আসছেন না তা জানি না।