দেশে ফিরল ভারতে পাচার হওয়া ১৬ কিশোর-কিশোরী
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/01/31/16_kishor_kishorii.jpg)
ভালো কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ১৬ বাংলাদেশি কিশোর-কিশোরীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। ফেরত আসাদের মধ্যে ১০ জন কিশোর এবং ৬ জন কিশোরী রয়েছে।
আজ শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে বেনাপোল পোর্ট থানা থেকে মানবাধিকার সংগঠন ‘রাইটস যশোর’ তাদের নিজস্ব সেল্টার হোমে নিয়ে যায়। সেখান থেকে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে গতকাল বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিনগত রাতে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভুঁইয়া বলেন, ভালো কাজের প্রলোভনে কিশোর-কিশোরীদের ভারতে পাচার করা হয়েছিল। কেরালা রাজ্যে সমুদ্রে মাছ ধরার কাজ করার সময় পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। আদালত দুই বছরের সাজা দিয়ে জেলে পাঠায়।
ইমতিয়াজ ভুঁইয়া আরও বলেন, দুই বছর সাজা ভোগ করার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে বৃহস্পতিবার তাদেরকে দেশে ফেরত পাঠানো হয়। ইমিগ্রেশন পুলিশের আনুষ্ঠানিকতা শেষে আজ শুক্রবার সকালে কিশোর-কিশোরীদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।