মাদারীপুরে কুমার নদে গোসলে নেমে আপন ভাই-বোন নিখোঁজ
মাদারীপুর শহরঘেঁষা কুমার নদে গোসলে নেমে আপন ভাই-বোন নিখোঁজের ঘটনা ঘটেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে মাদারীপুর পৌর শহরের চরমুগুরিয়া এলাকার হাইক্কারমার ঘাটে গোসলে নেমে দুই জন নিখোঁজ হয়। পরে মাদারীপুর ফায়ার সার্ভিসের ডুবুর দল নিখোঁজদের খুঁজতে নদে তল্লাশি করছে।
নিখোঁজরা হলেন মাদারীপুর পৌর শহরের চরমুগুরিয়া এলাকার ভাড়াটিয়া লিটন মোল্লার ছেলে মিনহাজ হোসেন (৭) ও বোন উম্মে কুলসুম (১২)। এদের পৈতৃকবাড়ি কালকিনি উপজেলার ভুরঘাটা এলাকায়। তবে এরা দীর্ঘদিন ধরে মাদারীপুর পৌর শহরে ভাড়া থাকেন।
নিখোঁজের পরিবার জানান, দুপুর সোয়া একটার দিকে পৌর শহরের চরমুগুরিয়া এলাকার হাইক্কারমার ঘাটে কুমার নদে আপন ভাই-বোন গোসল করতে নামে। এক পর্যায়ে দুজনই পানিতে তলিয়ে যায়। এসময় আরেক ১০ বছরের শিশু তাদের ডুবে যেতে দেখে তার পরিবারকে জানান। কিন্তু ততক্ষণে দুজনই নিখোঁজ হয়ে যায়। পরে স্থানীরা এসে নিখোঁজদের উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালায়। সর্বশেষ বিকেল ৫টা পর্যন্ত তাদের খুঁজে পাইনি। তবে বৃহস্পতিবারও নিখোঁজদের খোঁজা হবে বলে মাদারীপুর ফায়ার সার্ভিসের লিডার, লিয়াকত হোসন জানান।
এদিকে দুই সন্তানকে হারিয়ে পাগলপ্রায় পরিবারের লোকজন। এ ঘটনায় মাদারীপুর সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।