বদলগাছীতে দফায়-দফায় সংঘর্ষ, আহত ১৩
নওগাঁর বদলগাছীতে দুপক্ষের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১৩ জন আহত হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা সংলগ্ন ডাকবাংলো মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে ডাঙ্গীসাড়া গ্রামের এক কীটনাশক ব্যবসায়ীর সঙ্গে দুজনের কথা-কাটাকাটি হয়। পরে তারা ওই ব্যবসায়ীকে মারধর করেন। এমন খবর পেয়ে ওই ব্যবসায়ীর পরিবার ও গ্রামবাসী দুজনকে মারধর করলে সংঘর্ষ বাঁধে।
উভয়পক্ষের আহতরা বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়। উভয়পক্ষের কয়েকজন কে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক নুসরাত জাহানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি উভয়পক্ষের আনুমানিক ১৩ জনকে চিকিৎসা দিয়েছি। দুজনকে রেফার্ড করা হয়েছে।
এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি বিষয়টি শুনেছি। আপাতত পরিস্থিতি স্বাভাবিক।