খাগড়াছড়িতে আগুনে পুড়ল ১২ দোকান

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাস স্টেশন (লারমা স্কোয়ার) বাজারে আগুনে ১২টি দোকান পুড়ে ছাই হয়েছে। গতকাল শুক্রবার (৭ মার্চ) দিনগত রাত পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ওই বাজারের ব্যবসায়ী দিদার জানান, রাতে দোকান বন্ধ করে সবাই নিজ নিজ বাসায় চলে যাই। রাতে আগুনে সব পুড়ে ছাই হয়েছে। এর আগেও দুবার পুড়েছে এ বাজারটি।
ফার্মেসি দোকানদার সোহাগ জানান, আমাদের পাশাপাশি ১২টি দোকান আগুনে পুড়ে ছাই হয়েছে।
এ বিষয়ে দীঘিনালা ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা পংকজ কুমার বড়ুয়া বলেন, ‘শুক্রবার রাত ৩টা ৪৫ মিনিটে আমরা আগুন লাগার খবর পাই। খবর পেয়ে আমাদের একটি টিম দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ সময় ১২টি দোকান পুড়ে ছাই হয়েছে।’
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দীঘিনালা সেনানিবাসের অধিনায়ক লে. কর্নেল মো. ওমর ফারুক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ বলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করে তাদের আর্থিক সহায়তা প্রদান করা হবে।