খাগড়াছড়িতে কালবৈশাখী ঝড়ে আমের ব্যাপক ক্ষতি

খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলায় হঠাৎ করে দুই দফায় বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে আমের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ো হাওয়া ও শিলার আঘাতে গাছ থেকে ঝরে পড়েছে বিপুল অপরিপক্ব আম। অনেক গাছের ডালপালা ভেঙে গেছে, এমনকি কোথাও কোথাও গোটা গাছ উপড়ে পড়েছে। এতে আমচাষি, বাগান মালিক ও ব্যবসায়ীরা বড় ধরনের লোকসানে পড়েছেন।
স্থানীয়রা জানান, শুধু ভূয়াছড়ি বা মুসলিম পাড়াই নয়, জেলার মহালছড়ি, মানিকছড়ি, রামগড়, গুইমারা ও পানছড়ি এলাকাতেও ঝড় ও শিলাবৃষ্টির প্রভাব পড়েছে। এসব এলাকায় আম ও অন্যান্য ফলের বাগানে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। অনেক আমে শিলার দাগ পড়েছে, ফলে ফলন নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
খাগড়াছড়ি সদর উপজেলার ভূয়াছড়ি এলাকার বড় আমবাগানের উদ্যোক্তা মংশিতু চৌধুরী জানান, ঝড়ের সময় প্রচণ্ড বাতাসে আমার বাগানে অন্তত ৫-৬ মেট্রিক টন কাঁচা আম পড়ে গেছে। কিছু দামি বিদেশি জাতের আমগাছ (ব্ল্যাক স্টোন) ক্ষতিগ্রস্ত হয়েছে, ডালপালা ভেঙে গেছে।
মাটিরাঙ্গা উপজেলার মুসলিম পাড়া এলাকার আমচাষি ও ব্যবসায়ী মো. সাদ্দাম হোসেন বলেন, বাতাসে কয়েকটি গাছ ভেঙে গেছে। ঝড়ে প্রচুর কাঁচা আম পড়ে গেছে, যেগুলো এখনও বাজারজাত করার উপযোগী নয়।
খাগড়াছড়ি সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাব্বি হাসান বলেন, আমরা মাঠপর্যায়ে ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করছি। কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।