রাজধানীতে ডাকাত-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ১৭৯

রাজধানী ঢাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে নগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৭৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন ডাকাত, আটজন পেশাদার ছিনতাইকারী, দুজন চাঁদাবাজ, ১০ জন চোর, ২৭ জন মাদক কারবারি, ৪৩ জন পরোয়ানাভূক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
ডিএমপির উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান আজ বুধবার (১৯ মার্চ) এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। গত সোমবার দিনগত রাত ১২টা থেকে মঙ্গলবার (১৮ মার্চ) রাত ১২টা পর্যন্ত ডিএমপির ৫০টি থানায় এসব এলাকায় অভিযান চালানো হয় বলে জানান তিনি।
অভিযানে গ্রেপ্তারকৃতদের থেকে বিভিন্ন অপরাধে ব্যবহৃত চারটি চাকু, দুটি চাপাতি, একটি দা, দুটি মোবাইল ফোন, একটি গাড়ি, একটি অটোরিকশা ও নগদ ১১ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে এক হাজার ৬১৩ পিস ইয়াবা, দুই পুরিয়া হেরোইন ও দুই কেজি ৯৯০ গ্রাম গাঁজা।
ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তারদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ৬৪টি মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।