মির্জাপুরে মাটি ব্যবসায়ীকে ১০ লাখ টাকা জরিমানা

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা প্রশাসনের ১০ ঘণ্টার সাঁড়াশি অভিযানে চার মাটি ব্যবসায়ীকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক এ বি এম আরিফুল ইসলাম।
আজ রোববার (২৩ মার্চ) ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।
গতকাল শনিবার (২২ মার্চ) সন্ধ্যা থেকে রাত ২টা পর্যন্ত উপজেলার আজগানা, পলাশতলীসহ কয়েকটি এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে আজগানা ইউনিয়নের রাজীবকে পাঁচ লাখ টাকা, বেলতৈল গ্রামের আহাদকে দুই লাখ টাকা, পলাশতলী গ্রামের সারোয়ারকে দুই লাখ টাকা, একই গ্রামের হৃদয়কে এক লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম জানান, অবৈধভাবে কয়েকটি এলাকায় পাহাড়ি লাল মাটি ভেকু মেশিন দিয়ে কেটে বিক্রি করছিল, এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়। মাটি কাটা বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
অভিযানে সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।