নির্বাচিত সরকার ছাড়া দেশের শৃঙ্খলা ফেরানো সম্ভব নয় : আফরোজা খানম

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা বলেছেন, নির্বাচিত সরকার ছাড়া দেশের শৃঙ্খলা, শান্তি এবং উন্নয়ন কারও পক্ষে করা সম্ভব নয়।
গত সোমবার (২৪ মার্চ) বিকেলে মানিকগঞ্জ মুন্নু ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে মানিকগঞ্জ প্রেসক্লাবের সকল সাংবাদিকদের সম্মানে জেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিলের আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আফরোজা খানম রিতা বলেন, ‘দেশে যে বিশৃঙ্খলা চলছে তা একমাত্র গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার মোকাবিলা করতে পারবে। মিডিয়া কিছুটা স্বাধীন হলেও এখনো পুরোপুরি স্বাধীন হয়নি। এখনো অনেক সত্য কথা মিডিয়া প্রকাশ করতে পারছে না। অনেক ক্ষেত্রে বিএনপি মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে।’
নির্বাচন যত দেরিতে হবে দেশের পরিস্থিতি ততই খারাপের দিকে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
আফরোজা খানম রিতা আরও বলেন, দলের হাইকমান্ডের নির্দেশ রয়েছে দলের বদনাম বা দলের ক্ষতি হয় ধরনের কোনো কাজের সাথে বিএনপি ও এর সহযোগী সংগঠনের কেউ জড়িত থাকলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। ইতিমধ্যে অনেককেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাই দলের নেতাকর্মীরা যদি চাঁদাবাজি বা অনিয়মের সাথে জড়িত থাকে প্রমাণ পাওয়ার সাথে সাথে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।
এসময় উপস্থিত ছিলেন—জেলা বিএনপির সাবেক সহসভাপতি আজাদ হোসেন খান, মোখসেদুর রহমান, পাবলিক প্রসিকিউটর নুরতাজ আলম বাহার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সত্যেন্ত কান্ত পন্ডিত ভজন, গোলাম আবেদীন কায়ছার, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল,মানিকগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা গোলাম ছারোয়ার ছানু, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস , সদস্য সচিব শাহনুর ইসলাম, আহ্বায়ক কমিটির সদস্য দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার মতিউর রহমান, এনটিভির স্টাফ রিপোর্টার আহমেদ সাব্বির সোহেল, যমুনা টিভির স্টাফ রিপোর্টার বিএম খোরশেদ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সমকাল প্রতিনিধি বিপ্লব চক্রবর্তী, প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধি আব্দুল মোমিনসহ অনেকেই।