চুয়াডাঙ্গায় ইজিবাইক-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ৫

চুয়াডাঙ্গার পৌর এলাকার নূরনগর মুন্নার মোড়ে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বিপুল (১৮) নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে পাঁচজন।
গতকাল বুধবার (২৬ মার্চ) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত বিপুল চুয়াডাঙ্গার বুড়োপাড়ার বাসিন্দা বলে জানা গেছে। ইজিবাইকটি চুয়াডাঙ্গা থেকে জাফরপুর যাচ্ছিল। আর মোটরসাইকেলটি বুড়োপাড়া গ্রাম থেকে চুয়াডাঙ্গা যাচ্ছিল।
আহত পাঁচজন হলেন—মোটরসাইকেল আরোহী বিপ্লব (২১) ও ওয়াশিম (২১), ইজিবাইক চালক অহিম উদ্দিন (৪২) এবং যাত্রী শিহাব (১৯) ও রাবিয়া (৪৮)। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোহরাব হোসেন বলেন, ‘হাসপাতালে আনার পর পরীক্ষানিরীক্ষা করে আমরা একজনকে মৃত অবস্থায় পাই, আর বাকি পাঁচজনের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও রাজশাহী মেডিকেলে রেফার্ড করেছি এবং নিহত বিপুলের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, এ ঘটনায় একজন নিহত ও পাঁচ গুরুতর আহত হয়েছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।