আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৬২২

আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬২২ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন আরও এক হাজার ৫০০-এর বেশি মানুষ। আজ সোমবার (১ সেপ্টেম্বর) তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।
৬ মাত্রার এই ভূমিকম্পে কুনার প্রদেশের অন্তত তিনটি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং বহু গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ভূমিধস ও ভাঙা বাড়িঘরের ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্স ব্যবহার করা হচ্ছে।
দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিএ প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ৫০০ জানালেও পরে তা বাড়িয়ে ৬২২ জনে দাঁড়িয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফত জামান জানিয়েছেন, শুধু কয়েকটি ক্লিনিক থেকেই ৪০০-এর বেশি আহত ও বহু মৃত্যুর খবর পাওয়া গেছে। সংখ্যাটি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কুনার প্রদেশের তথ্য কর্মকর্তা নাজিবুল্লাহ হানিফ জানান, প্রাথমিকভাবে ওই প্রদেশে ২৫০ জন নিহত ও অন্তত ৫০০ জন আহত হয়েছেন। একটি মাত্র গ্রাম থেকেই ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

কাবুলের স্বাস্থ্য কর্মকর্তারা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধারকর্মীরা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করছেন। সীমান্তবর্তী পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলের সন্নিকটে মধ্যরাতে আঘাত হানা এই ভূমিকম্পে কাদামাটি ও পাথরের ঘরবাড়ি মাটির সঙ্গে মিশে গেছে।
তালেবান সরকারের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র জানান, এখন পর্যন্ত কোনো বিদেশি সরকার থেকে উদ্ধার ও ত্রাণ সহায়তার প্রস্তাব আসেনি।

ভূমিকম্পপ্রবণ দেশ আফগানিস্তান প্রতিবছরই এ ধরনের প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়। গত বছর দেশটির পশ্চিমাঞ্চলে একাধিক ভূমিকম্পে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছিল।