নির্বাচন পেছানোর ষড়যন্ত্র দেশকে অরাজকতার দিকে ঠেলে দেবে : মীর নেওয়াজ

বিএনপির সহযুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ বলেছেন, সুনির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের জন্য একটি রাজনৈতিক দল নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। যা দেশকে আরও অরাজকতার দিকে ঠেলে দেবে। আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মীর নেওয়াজ বলেন, ‘দেশের রাজনীতি এখন ছাত্র ও যুবকদের কাছে খেলায় পরিণত হয়েছে। কিছু মহল ষড়যন্ত্র করে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায়। তাই সচেতন জনগণকে সতর্ক থাকতে হবে।’
সংগঠনের আহ্বায়ক ইকরামুল ইসলাম টিপুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ঢাকা রিপোর্টার্স ইউনিটি বহুমুখী সমিতির সভাপতি আবুল হোসেন, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা মেহেদী তমাল, সাবেক সহসভাপতি শাহীন আব্দুল বারী, সাধারণ সম্পাদক এম এম বাদশাহ, মুন্সীগঞ্জ বিক্রমপুর সাংবাদিক ফোরামের সাবেক সহসভাপতি আরিফ সোহেল, সাংবাদিক অঞ্জন রহমান, পুরান ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি জাফরুল আলম, ব্যারিস্টার সাইফুর রহমান, সুবিচারের নির্বাহী সম্পাদক ও সংগঠনের যুগ্ম মহাসচিব প্রদীপ জয় প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট সাংবাদিক আবুল হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সদস্য সচিব মো. মোস্তাফিজুর রহমান মোস্তাক, আর সংগঠন নিয়ে বিশেষ আলোকপাত করেন যুগ্ম আহ্বায়ক শাহজাহান স্বপন। আরও উপস্থিত ছিলেন, হালিম মোহাম্মাদ, আতিকুর রহমান, নূর আলম জীবন, আলী তালুকদার, নাজমুল সাগর, সুমন দত্ত, শরিফুল হক পাভেল, মো. আকবর আলী, রাকিবুল ইসলাম। ইফতারের আগে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ক্র্যাবের সাবেক সহসভাপতি শাহীন আব্দুল বারী।