গাজীপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

গাজীপুরে শুক্রবার সকালে ট্রাক ও মুরগিবাহী পিকআপের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। ছবি : এনটিভি
গাজীপুরে ট্রাক ও মুরগিবাহী পিকআপের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৭টায় সদর উপজেলার হোতাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—রাজু ও জিয়ারু। তাৎক্ষণিকভাবে নিহতদের পুরো পরিচয় জানা যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ট্রাক-পিকআপ সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মদ বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।