বরিশালে লঞ্চে আগুন

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার পাতারহাট বন্দরে ঘাটে বাঁধা অবস্থায় আগুনে পুড়ে গেছে একটি যাত্রীবাহী লঞ্চ।
গতকাল বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে এমএল সাইমন-১ নামের একটি যাত্রীবাহী লঞ্চে এ দুর্ঘটনা ঘটে। এমএল সাইমন-১ নামের ওই লঞ্চটি বরিশাল-পাতারহাট রুটে চলাচল করে।
লঞ্চঘাটের শ্রমিক মনির হোসেন বলেন, রাত ৩টার দিকে হঠাৎ লঞ্চটিতে আগুন জ্বলে ওঠে। তখন অবশ্য কোনো যাত্রী ছিল না।
লঞ্চের মালিক রুহুল আমিন বলেন, শুক্রবার সকাল ৯টায় লঞ্চটি যাত্রী নিয়ে বরিশালে যাওয়ার কথা ছিল। আগুনে লঞ্চের প্রায় পুরোটাই পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেনি। ধারণা করা হচ্ছে, মশার কয়েলের আগুন থেকে এই দুর্ঘটনার সূত্রপাত হয়েছে।’