আড়িয়াল খাঁ নদের পাড়ে কুমির পিটিয়ে মারল স্থানীয়রা

মাদারীপুরের কালকিনিতে আড়িয়াল খাঁ নদের পাড়ে আসা একটি কুমির পিটিয়ে মেরে ফেলেছে স্থানীয়রা। আজ শনিবার (২৯ মার্চ) সকালে সাহেবরামপুর ইউনিয়নের আন্ডারচর এলাকায় একটি খালের পাড়ে এ ঘটনা ঘটে।
উপজেলা প্রশাসন জানায়, জেলার কালকিনি উপজেলার সাহেবরামপুর এলাকায় আড়িয়াল খাঁ নদে কিছুদিন এগ কয়েকটি কুমির দেখতে পায় স্থানীয়রা। আজ সকালে সাহেবরামপুর ইউনিয়নের আন্ডারচর এলাকার একটি খালের পাড়ে একটি কুমির দেখতে পায় তারা। পরে লাঠিসোটা দিয়ে পিটিয়ে স্থানীয় লোকজন কুমিরটি মেরে ফেলে।
জানা গেছে, কুমিরটি পিটিয়ে মেরে ফেলার খবর পেয়ে উপজেলা প্রশাসন ও বন বিভাগের লোকজন ঘটনাস্থলে যাচ্ছে।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ বলেন, ‘কুমিরটি চর সংলগ্ন খালের পাড়ে ভেসে এলে স্থানীয়রা দেখতে পেয়ে মেরে ফেলেছে বলে জানতে পেরেছি। মৃত কুমিরটি উদ্ধারের জন্য বন বিভাগের লোকজন ঘটনাস্থলে পাঠানো হয়েছে।’