ঈদের মেহেদিতে রঙিন সুবিধাবঞ্চিত শিশুরা

ঈদের আনন্দ ছুঁয়ে গেল অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের হৃদয়। পঞ্চগড়ে শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে দিনব্যাপী মেহেদি রাঙা উৎসব পালিত হয়েছে। মেহেদি রাঙা উৎসবে বাঁধভাঙা আনন্দে মেতে ওঠে শিশুরা।
আজ শনিবার (২৯ মার্চ) পঞ্চগড় রেলওয়ে স্টেশন চত্বরে স্টেশন এলাকার আশপাশের শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের হাত মেহেদির আল্পনায় রাঙিয়ে দেওয়া হয়। এ কর্মসূচির আয়োজক সামাজিক সংগঠন ‘স্টান্ড বাই দ্যা হেল্পেস পিপল’। সার্বিক সহযোগিতায় সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম পঞ্চগড়।
২০২১ সাল থেকে শুরু করে পঞ্চমবারের মতো আয়োজন করা হয় এই মেহেদি উৎসবের। এতে সকাল থেকেই বাঁধভাঙা আনন্দ ও উল্লাস চোখে পড়েছে মেহেদি উৎসবে অংশ নেওয়া শিশুদের মাঝে।
মেহেদি রাঙা উৎসবের আয়োজকদের একজন তরুণী তামান্না বলেন, ‘ঈদ মানেই সবার জন্য আনন্দ। এই আনন্দ থেকে কেউ বঞ্চিত হোক তা আমরা চাই না। চেষ্টা করছি ঈদের আনন্দ যেন গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝেও ছড়িয়ে পড়ে। তাই এই শিশুদের হাত মেহেদিতে রাঙিয়ে দিলাম।’

সামাজিক সংগঠন স্টান্ড বাই দ্যা হেল্পেস পিপলসের সভাপতি রাকিব হাসান বলেন, ‘গত ৫ বছর ধরে আমরা এ আয়োজন করে আসছি। ঈদ সবার জন্য আনন্দের দিন। আমরা সবাই উদ্যোগ নিয়েছি। নিজে মেহেদি হাতে দেওয়ার পাশাপাশি গরিব, অসহায়, পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে মেহেদি রাঙা উৎসব পালন করছি।’
পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী ও জেলা লেডিস ক্লাবের সভাপতি শাকিলা পারভীন উৎসবে অংশগ্রহণ করেন।