পঞ্চগড়ে ডিবি পুলিশের গাড়ির ধাক্কায় নিহত ২

পঞ্চগড়ে ডিবি পুলিশের মাইক্রোবাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। আজ শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যার পর পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের হেলিপোর্ট এলাকার মৈত্রী চা কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন সদর উপজেলার জগদল গোয়ালপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে ইয়াসিন আলী (৭) ও বালিয়াডাঙ্গী এলাকার লুৎফর রহমানের ছেলে আহমদ আলী (৫৫)। আহতরা হলেন ইজিবাইকচালক শরিফুল ইসলাম (৪৫), নিহত ইয়াসিনের ভাই সাদেকুল ইসলাম (৩০) ও কাজীরহাট এলাকার প্রিয়া আক্তার (১৭)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পঞ্চগড়গামী ট্রাককে পাশ কাটাতে গিয়ে ডিবি পুলিশের একটি মাইক্রোবাস বিপরীত দিক থেকে আসা ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ইজিবাইকের যাত্রীরা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ইয়াসিন ও আহমদকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ইজিবাইকচালক শরিফুলকে রংপুরে পাঠানো হয়, বাকিরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা মাইক্রোবাস ও ট্রাক আটক করে প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শামসুল আরিফিন সুভ জানান, দুজনকে মৃত এবং তিনজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। এর মধ্যে শরিফুলের অবস্থা গুরুতর হওয়ায় রংপুরে পাঠানো হয়েছে।
সদর থানার ওসি আব্দুল্লাহিল জামান বলেন, এ ঘটনায় দুজন নিহত হয়েছে। ডিবি পুলিশের গাড়ির বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।