দুই টাকায় ঈদের আমেজ

মাত্র দুই টাকায় গরীব অসহায় মানুষের মাঝে ঈদের আমেজ ছড়ালো শিক্ষার্থী সহযোগিতা সংগঠন। ‘দুই টাকায় ঈদ আমেজ’ নামে ব্যতিক্রমী মেলার আয়োজন করেন শিক্ষার্থীরা। পাবনার বেড়া উপজেলা প্রশাসনের সহায়তায় আজ রোববার (৩০ মার্চ) বেড়া পৌর এলাকায় সান্যালপাড়া ঈদগাহ মাঠে এ মেলার আয়োজন করে সংগঠনটি।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোরশেদুল ইসলামের পৃষ্ঠপোষকতায় মেহেরাব হোসেন জিমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের সাবেক সহসভাপতি হাজী ইউনুস আলী, বেড়া পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান ফকির।
মেলা থেকে দুই টাকার প্রতীকী মূল্যে এলাকার গরীব অসহায় দরিদ্র প্রায় ৭০০ পরিবারের মাঝে সেমাই, চিনি, লবণ, ডালসহ বিভিন্ন রকমের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।