বেদেপল্লিতে লোহার রডের আঘাতে যুবক নিহত, আটক ১

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাশীপুর গ্রামের বেদেপল্লিতে লোহার রডের আঘাতে আবু তালেব (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার (২ এপ্রিল) দিনগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত ৩টার দিকে কাশীপুর গ্রামের আবু তালেবের বাড়িতে তাকে খোঁজতে যান একই গ্রামের রুবেল হোসেন নামের একজন। আবু তালেব বাইরে বের হলে রুবেল লোহার রড দিয়ে তার বুকে আঘাত করে। এ সময় আবু তালেবের শ্বশুর ছবেদ আলী বাধা দিতে গেলে তাকেও আঘাত করে রুবেল। পরে প্রতিবেশীরা আবু তালেব ও তার শ্বশুরকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আবু তালেবকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রুবেলকে আটক করেছে পুলিশ।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, আবু তালেব নিহতের ঘটনায় অভিযুক্ত রুবেলকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।