নির্বাচন যত দেরি হবে সংকট ততই বৃদ্ধি পাবে : আজিজুল বারী হেলাল

নির্বাচন নিয়ে কোনো যড়যন্ত্র বিএনপি মানবে না। অনতিবিলম্বে নির্বাচনের নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে। নির্বাচন যত দেরি হবে, দেশে সংকট ততই বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল।
আজ রোববার (৬ এপ্রিল) বিকেলে খুলনার ফুলতলায় স্বাধীনতা চত্বরে উপজেলা বিএনপির প্রতিবাদ সভায় আজিজুল বারী হেলাল এ মন্তব্য করেন।
আজিজুল বারী হেলাল বলেন, সংস্কারের প্রস্তাব প্রথমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিয়েছিলেন। গত ১৭ বছর যারা গুম, খুন করেছে তাদের বিচার বাংলার মাটিতে হবে। ফ্যাসিবাদের বিচার আর নির্বাচন এক সঙ্গে চলতে পারে না। বিএনপি চায় সংস্কার এবং নির্বাচন কার্যক্রম এক সঙ্গেই চলুক। কিন্তু একটি পক্ষ সংস্কারের নাম করে নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা চালাচ্ছে। নির্বাচন নিয়ে কোনো যড়যন্ত্র বিএনপি মানবে না। অনতিবিলম্বে নির্বাচনের নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে। নির্বাচন যত বিলম্বিত হবে, দেশে সংকট ততই বৃদ্ধি পাবে। আমরা চাই না জুলাই বিপ্লবে আত্মত্যাগের মর্যাদা ক্ষুণ্ণ হোক। অতীতে নির্বাচন বিলম্বিত হওয়ায় ফখরুদ্দিন-মঈনউদ্দিনের জন্ম হয়েছিল। আবারও নির্বাচন বিলম্বিত হলে সেই অবস্থার পুনরাবৃত্তি ঘটতে পারে।
আজিজুল বারী হেলাল আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে তবে তার প্রেতাত্মারা এখনও দেশে রয়ে গেছে। তারা শেখ হাসিনার সঙ্গে দেশবিরোধী যড়যন্ত্রে লিপ্ত। তাদের বিরুদ্ধে বিএনপিসহ সমমনা সব দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
ফুলতলা উপজেলা বিএনপির আহ্বায়ক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আবুল বাশারের উপর হত্যার উদ্দেশ্যে বোমা হামলার প্রতিবাদে উপজেলা বিএনপি এ সমাবেশ আয়োজন করে।
উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, মো. তৈয়েবুর রহমান, এস এম শামীম কবির, সাবেক সংসদ সদস্য ডা. গাজী আব্দুল হক, খুলনা জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েদ, ছাত্রদলনেতা মাসুম বিল্লাহ প্রমুখ।