‘কুচক্রী মহল নির্বাচন বানচালের চেষ্টা করছে’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া বলেছেন, দেশের একটি কুচক্রী মহল আগামী নির্বাচন বানচালের চেষ্টা করছে। তাদের এই ষড়যন্ত্র দেশের সব জাতীয়তাবাদী শক্তিকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।
আজ বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের সদরপুর উপজেলা পোস্ট অফিস এলাকায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জহিরুল হক শাহজাদা মিয়া।
জহিরুল হক শাহজাদা মিয়া আরও বলেন, ‘আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে হতেই হবে। অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন যে ঘোষণা দিয়েছে—ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আমরা এজন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা সমস্ত বিভেদ ভুলে সুসংগঠিত হয়ে সব ষড়যন্ত্র প্রতিহত করব। আমাদের কারও মধ্যে কোনো বিভেদ নেই। আমাদের একটাই গ্রুপ, সেটি হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।’
এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির এই নেতা বলেন, নির্বাচন বানচালের যদি কোনো ষড়যন্ত্র করা হয়, তাহলে তা রুখে দেওয়া হবে।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাহালুল মাতুব্বরের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদরপুর কলেজের সাবেক ভিপি খন্দকার মনিরুল হক মনির, সদরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবলু হোসেন, ছাত্রদল নেতা শাহরিয়ার সুমন, বিএনপিনেতা মাসুম দেওয়ান, বি এম রায়হানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মী।
এর আগে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি সদরপুর উপজেলা এলাকা প্রদক্ষিণ করে।