কুমিল্লায় দুই রেস্তোরাঁকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় অবস্থিত হোটেল টাইম স্কয়ার ও হোটেল তাজমহল নামের দুই রেস্তোরাঁকে এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রোববার (৬ এপ্রিল) এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।
এ সময় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশনসহ রেস্তোরাঁ পরিচালনার লাইসেন্স না থাকায় দুটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। চৌদ্দগ্রাম থানা পুলিশের সহযোগিতায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে হোটেল টাইম স্কয়ার ও হোটেল তাজমহলে অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, হোটেল তাজমহল ও হোটেল টাইমস স্কয়ারের মালিকদের কোনো লাইসেন্স নেই। খাবার প্রস্তুত ও পরিবেশনের স্থান অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়। খাবার রান্না করার পর ঢাকনা দেওয়া ছাড়াই রেখে দেওয়া হয়েছে এবং সেখান থেকেই সেবাগ্রহীতাদের খাবার পরিবেশন করা হচ্ছে। ফ্রিজে পুরোনো বাসি খাবার সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়। হোটেলের নিজস্ব কারখানায় দই, রসমালাইসহ নানা ধরনের মিষ্টান্ন তৈরি করে বিক্রয় করা হলেও এসব খাদ্যদ্রব্য প্রস্তুতের কোনো লাইসেন্স তাদের নেই। প্রস্তুতকৃত এসব খাদ্যদ্রব্যের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ পাওয়া যায়নি।
পরবর্তীতে অপরাধগুলো আমলে নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মোতাবেক হোটেল তাজমহলকে ১ লাখ টাকা অর্থদণ্ড এবং টাইমস স্কয়ারকে ৮০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।