সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধান উপদেষ্টা

রোববার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: চিফ এডভাইজার জিওবি পেজ থেকে নেওয়া
রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে ‘সম্প্রীতি ভবন’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
আজ রোববার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় তিনি এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এরপর তিনি বৌদ্ধ বিহারে অবস্থিত প্রার্থনা হল পরিদর্শন করেন প্রধান উপদেষ্টা। এ সময় প্রধান উপদেষ্টা বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেন।
উল্লেখ্য, মেরুল বাড্ডায় ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক বৌদ্ধ বিহার। বাংলাদেশে বৌদ্ধদের ধর্ম, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং সদ্ধর্মের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই প্রতিষ্ঠানটি।