টিপু মুনসি ও তাঁর স্ত্রীর জমি-ব্যাংক হিসাব-শেয়ার-গাড়ি ফ্রিজ

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও তাঁর স্ত্রী মালবিকা মুনশির নামে থাকা জমি ক্রোক ও ব্যাংক হিসাব, কোম্পানির শেয়ার ও গাড়ি ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত।
আজ সোমবার (২১ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
এদিন আদালতে দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক পাপন কুমার সাহা এই সব সম্পদ ক্রোক ও ফ্রিজ চেয়ে আবেদন করেন।
ক্রোক হওয়া সম্পত্তির মধ্যে টিপু মুনশির রয়েছে, রাজধানীর উত্তরার প্লটসহ তিনতলা ভবন ও রংপুরের পীরগাছা উপজেলায় ৯১. ৯২ শতাংশ জমি। এ ছাড়া ১১ ব্যাংক হিসাব, ৯টি কোম্পানির শেয়ার ও দুটি গাড়ি ফ্রিজের আদেশ দেওয়া হয়েছে। এসব হিসাবে আট কোটি ৭২ লাখ ৭৩ হাজার ৪৪০ টাকা রয়েছে। এর মধ্যে ১১টি হিসাবে আছে দুই কোটি ৭৩ লাখ ৯৩ হাজার ৭৬০ টাকা রয়েছে। ৯ কোম্পানির শেয়ার ও দুটি গাড়ি মূল্য দেওয়া হয়েছে, পাঁচ কোটি ৫৮ লাখ ৭৯ হাজার ৬৮০ টাকা।
মালবিকা মুনশির রয়েছে রাজধানীর গুলশানের একটা জমি, একটি ব্যাংক হিসাব ও পরিবারের সঞ্চয়পত্রসহ ১০ প্রতিষ্ঠানের চার কোটি ৬৭ লাখ ২৫ হাজার ১০৩ টাকার শেয়ার।