মেহেরপুরে বিদ্যালয় থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

গাংনী উপজেলার রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় তলা থেকে বোমা সদৃশ দুটি বস্তু উদ্ধার। ছবি : এনটিভি
মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় তলা থেকে বোমা সদৃশ দুটি বস্তু এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার (২৭ এপ্রিল) সকালে এই বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফোজিয়ারা খাতুন বলেন, ‘শিক্ষার্থীরা প্রথমে তৃতীয় তলায় বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে আমাদের অবহিত করে। এরপর শিক্ষার্থীদের সঙ্গে গিয়ে বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হয়।’
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বোমা সদৃশ বস্তুগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।