গাজীপুরে বকেয়া বেতন ও মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর মহানগরীতে বকেয়া বেতন ও মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছে পোশাক শ্রমিকরা। আজ রোববার (১১ মে) দুটি ভিন্ন স্থানে এ বিক্ষোভ দেখা গেছে।
এর মধ্যে লক্ষীপুরা তিনসড়ক এলাকায় দুটি কারখানার ১৪ মাসের বকেয়া বেতন ও ভাতা পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছে ছাঁটাই করা শ্রমিকরা। অন্যদিকে কাশিমপুর এলাকায় উৎপাদন মজুরি বৃদ্ধি ও এক কর্মকর্তাকে অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে একটি সোয়েটার কারখানার শ্রমিকরা। শ্রমিক অসন্তোষের জেরে ইতোমধ্যে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
জানা গেছে, লক্ষীপুরার স্টাইল ক্রাফট লিমিটেড ও ইয়াং ওয়ানস বিডি নামের দুটি পোশাক কারখানার প্রায় দুই হাজার শ্রমিক ২০২৩ সালে ছাঁটাই হন। দীর্ঘ সময় ধরে তাদের ১৪ মাসের বেতন ও ভাতা বকেয়া থাকলেও কর্তৃপক্ষ তা পরিশোধে গড়িমসি করছে বলে অভিযোগ শ্রমিকদের। একাধিকবার আশ্বাস দেওয়া হলেও পাওনা না পেয়ে শ্রমিকরা আজ সকালে কারখানার গেইটে এসে বিক্ষোভ শুরু করে এবং কাজে যোগ দিতে আসা অন্যান্য শ্রমিকদের বাধা দেয়। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সোমবার শ্রমিকদের সঙ্গে আলোচনার আশ্বাস দেয়।
এদিকে কাশিমপুরের মার্ক সোয়েটার লিমিটেড কারখানার বকেয়া বেতন, উৎপাদন কাজের মজুরি বৃদ্ধি ও এক কর্মকর্তার অপসারণের দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন করছেন শ্রমিকরা। কর্তৃপক্ষের আশ্বাসে শ্রমিকরা আজ কাজে যোগ দিলেও কারখানা কর্তৃপক্ষ আকস্মিকভাবে কারখানা বন্ধের নোটিশ জারি করে। এতে শ্রমিকরা আরও ক্ষুব্ধ হয়ে ওঠে এবং কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করে। পুলিশ এসে শ্রমিকদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শিল্প পুলিশ সুপার (এসপি) একেএম জহিরুল ইসলাম জানান, উভয় ঘটনায় শ্রমিকদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। শ্রমিকদের দাবি-দাওয়া কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে। তবে কারখানা বন্ধের ঘটনায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।