ঝিনাইদহে কালবৈশাখীর তাণ্ডবে ফসলের ব্যাপক ক্ষতি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া প্রচণ্ড কালবৈশাখী ঝড়ে এলোমেলো হয়ে গেছে জনজীবন। গতকাল বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যায় মাত্র কয়েক মিনিটের ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে কৃষি খাত। গাছপালা উপড়ে পড়েছে, ঘরবাড়ি ও বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আম, লিচু, কলা, পানসহ বিভিন্ন ফলজ ও বনজ বাগান।
স্থানীয় কৃষকরা জানান, বাগানে থাকা প্রচুর ফল ঝড়ে পড়ে গেছে, অনেক গাছের ডাল ভেঙে গেছে এবং কোথাও কোথাও গাছ সম্পূর্ণ উপড়ে পড়েছে। এতে চলতি মৌসুমে ভালো ফলনের আশায় থাকা কৃষকরা চরম হতাশ হয়ে পড়েছেন।
একাধিক কৃষক বলেন, আমরা এবার আম ও লিচুতে ভালো ফলনের আশা করছিলাম। কিন্তু ঝড় সব শেষ করে দিল। আমাদের অন্তত অর্ধকোটি টাকার ক্ষতি হয়ে গেছে।
কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুব আলম রনি বলেন, কালবৈশাখী ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ করে ফলজ ও সবজির ক্ষেত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের টিম মাঠে গিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ করছে।
মাহবুব আলম রনি আরও জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন করে প্রয়োজনীয় সহায়তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হবে।