কত টাকার মালিক বাংলাদেশ ক্রিকেট বোর্ড, জানালেন পরিচালক

খেলাধুলায় দেশের সবচেয়ে ধনী সংগঠন হিসেবে আগে থেকেই সবাইকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৯০০ কোটি টাকার মালিক বিসিবি, এমন কথা শোনা গেছে বহুদিন। সম্প্রতি তামিম ইকবাল এক সাক্ষাৎকারে বলেছিলেন, বিসিবির আছে প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা। এবার সঠিক অঙ্ক জানিয়েছে বিসিবি।
মিরপুরে সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ১১টার পর গণমাধ্যমোর মুখোমুখি হন বিসিবির পরিচালক ইফতেখার আহমেদ মিঠু। আগামী ৬ অক্টোবর নির্বাচনের আগে বিসিবির বর্তমান কমিটির শেষ সভা অনুষ্ঠিত হয় এদিন। সভা শেষে গণমাধ্যমের সামনে মিঠু প্রকাশ করেন আর্থিক অঙ্ক।
মিঠু বলেন, আমরা (বর্তমান কমিটি) প্রায় চৌদ্দ শ কোটি টাকার মতো রেখে যাচ্ছি। সঠিক সংখ্যাটা যদি বলি, প্রায় ১ হাজার ৩৯৮ কোটি টাকা রেখে যাচ্ছি। ইনক্লুডিং এফডিআর, ক্যাশ ইন হ্যান্ড বা ক্যাশ ইন ব্যাংক, এসব নিয়ে প্রায় চৌদ্দ শ কোটি টাকা।'
আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। যেখানে সভাপতি পদে আমিনুল ইসলাম বুলবুলের প্রতিপক্ষ তামিম ইকবাল। ইতোমধ্যে জমে উঠেছে লড়াই। তামিমের অভিযোগ, হাইকোর্টের রুল সব মিলিয়ে ক্রিকেট পাড়া বেশ সরগরম।