বিসিবির নতুন কমিটির প্রথম বোর্ড মিটিং মঙ্গলবার

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন নিয়ে যেমনটা ধারণা করা হচ্ছিল তেমনটাই হয়েছে। ব্যতিক্রম কিছু হয়নি। চমক বলতে কেবল সহ-সভাপতির এক পদেই ছিল। আজ সোমবার (৬ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে নির্বাচন।
নির্বাচন শেষে মোট ২৫ পরিচালক নিয়ে গঠিত হয়েছে বিসিবির পরিচালনা পর্ষদ। ক্যাটাগরি-১ থেকে এসেছেন ১০, ক্যাটাগরি-২ থেকে ১২, ক্যাটাগরি-৩ থেকে ১ আর জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত ২ পরিচালক। যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল।
পরিচালকদের ভোটে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ ও শাখাওয়াত হোসেন।
আগামীকাল মঙ্গলবার নতুন নির্বাচিতদের নিয়ে প্রথম বোর্ড মিটিং হবে বিসিবির। দুপুর ১২টায় মিরপুরে বিসিবির অফিসে বসবে মিটিং। সাধারণত নির্বাচনের পরের বোর্ড মিটিংয়ে নির্ধারিত দায়িত্ব।
ক্রিকেট পরিচালনা বিভাগ, গেম ডেভেলেপমেন্ট বিভাগ, গ্রাউন্ডস কমিটি, আম্পায়ার্স কমিটিসহ বেশ কিছু কমিটি রয়েছে। যারা সারা দেশের ক্রিকেট পরিচালনা করে থাকেন। মিটিংয়ে এই কমিটিগুলোর দায়িত্ব ভাগ করে দেওয়া হবে নির্বাচিত পরিচালকদের মধ্যে, পাওয়া গেছে এমন আভাস।